এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি সিনেমা অস্কার পেতে পারে
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি সিনেমাগুলোও অস্কারের শীর্ষ পুরস্কার পেতে সক্ষম হবে বলে নতুন নিয়ম ঘোষণা করেছে অ্যাকাডেমি।
অস্কার আয়োজনকারী প্রতিষ্ঠান ‘অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ এই নীতিমালা প্রকাশ করেছে। তারা জানিয়েছে, এআই ও অন্যান্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অস্কারের মনোনয়ন পাওয়ার সম্ভাবনাকে প্রভাবিত করবে না। তবে অস্কার বিজয়ীদের নির্বাচনের সময় মানুষের উপস্থিতি এবং অবদানকে গুরুত্ব দেওয়া হবে।
এছাড়া অ্যাকাডেমি আরও কিছু নতুন নিয়ম সংযোজন করেছে, যার মধ্যে অন্যতম হলো অ্যাকাডেমি সদস্যদের এখন থেকে প্রত্যেক বিভাগে মনোনীত সিনেমাগুলো দেখতে হবে। এতে তারা চূড়ান্ত রাউন্ডে ভোট প্রদান করতে পারবেন, যা অস্কারের পুরস্কার বিজয়ী নির্ধারণে ভূমিকা রাখবে।
এ বছরের মার্চে অনুষ্ঠিত অস্কার অনুষ্ঠানে ‘ব্রুটালিস্ট’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়ান ব্রডি। এরপরই সিনেমায় এআই ব্যবহারের বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। সিনেমাটির মধ্যে হাঙ্গেরিয়ান ভাষায় কথা বলার জন্য অভিনেতার উচ্চারণে জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করা হয়। পরবর্তীতে এমিলিয়া পেরেজেকের গানের কণ্ঠ উন্নত করতে একই প্রযুক্তি ব্যবহার করা হয়।
চিত্রনাট্যকাররা আশঙ্কা প্রকাশ করেছেন যে, বিভিন্ন স্টুডিও গবেষণা, চিকিৎসা ও স্ক্রিপ্ট লেখার কাজের জন্য ওপেনএআইয়ের চ্যাটজিপিটি মতো প্রযুক্তি ব্যবহার করে খরচ কমাতে এবং সময় বাঁচাতে চাইবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta