মেয়ের জন্য দুবাইয়ে বাড়ি অর্জন করলেন অভিষেক-ঐশ্বরিয়া!
বলিউডের সেলিব্রিটি দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায়ের সম্পর্কের ভাঙনের গুঞ্জন গত দেড় বছর ধরে শোনা যাচ্ছিল। তবে তাদের ১৮তম বিবাহবার্ষিকী উপলক্ষে স্বামী ও কন্যার সঙ্গে ছবি শেয়ার করে ঐশ্বরিয়া নিশ্চিত করেছেন যে তারা একসাথে আছেন।
২০০৭ সালে বিয়ে করেন অভিষেক ও ঐশ্বরিয়া। ২০১১ সালে তাদের জীবনে আসে কন্যা আরাধ্যা। এরপর থেকে অভিনয়ে আগ্রহ কমিয়ে দেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া, এবং তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কন্যা আরাধ্যা। সম্প্রতি ১৩ বছরে পা দিয়েছে আরাধ্যা। তার জন্য নতুন কিছু পরিকল্পনা শুরু করেছেন অভিষেক ও ঐশ্বরিয়া।
তবে ১০ বছর আগে থেকেই কন্যার জন্য দুবাইয়ে বিলাসবহুল একটি সম্পত্তি কেনেন এই তারকা দম্পতি। ওই বাড়িতে রয়েছে গলফ খেলার মাঠ, বিশাল বাগান, ঝর্ণা, সুইমিং পুল এবং অত্যাধুনিক সুবিধা।
২০১৫ সালে দুবাইয়ের জুমেইরা গলফ এস্টেটে অভিষেক এবং ঐশ্বরিয়ার জন্য বিলাসবহুল একটি বাড়ি কেনা হয়। এই বাড়ির দাম বেশ উচ্চ।
একটি বিশ্বাসযোগ্য সূত্র থেকে জানা গেছে, এই বাড়ির মূল্য ১৬ কোটি রুপি। এতে রয়েছে উন্নতমানের সুইমিং পুল, আধুনিক প্রযুক্তির রান্নাঘর এবং সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো হোম থিয়েটার। একই এলাকায় শাহরুখ খান, শিল্পা শেঠি এবং অনন্ত আম্বানীদেরও বাড়ি রয়েছে।
এদিকে সম্পত্তির দিক দিয়ে ঐশ্বরিয়া অভিষেককে ছাড়িয়ে গেছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি রুপি, যেখানে অভিষেকের সম্পত্তি ২৮০ কোটি রুপি। শুধু দুবাই নয়, মুম্বাইয়ে তাদের নিজস্ব বাড়ি এবং একাধিক সম্পত্তি রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া ডটকম, বলিউড শাদিস
প্রকাশিত: | By Symul Kabir Pranta