কাতার বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে
কাতার বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নিয়োগ করবে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য।
আগামী দুই মাসের মধ্যে এই সেনাসদস্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
আজ মঙ্গলবার কাতারের দোহায় প্রধান উপদেষ্টা শফিকুল আলম বাসসকে এই তথ্য জানিয়েছেন।
বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে দোহায় সফর করছে, যার নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস, আথর্না শীর্ষ সম্মেলনে যোগ দিতে।
প্রেস সচিব জানান, কুয়েতে অনেক দিন ধরে বাংলাদেশি সেনাসদস্যরা কর্মরত আছেন, আর কাতারও বাংলাদেশের সেনাসদস্য নিতে আগ্রহী। প্রতি তিন বছর পরপর ৭২৫ সেনাসদস্য নিয়োগ করা হবে, তবে আমরা এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta