সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারী গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১২ পিস স্বর্ণের বারসহ শ্রী রপন মন্ডল (৪২) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ৩৪০ গ্রাম এবং এর বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৮ লাখ টাকা।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার চর-চিলমারী খারিজাথাক সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছে।
আটক ব্যক্তির নাম শ্রী রপন মন্ডল, তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার রমজান বেগ গ্রামে এবং তার বাবা ছিলেন মৃত সুধির মন্ডল। বিজিবির তথ্য অনুযায়ী, চোরাচালানকারী রপন মন্ডলের সঙ্গে থাকা আরেক সহযোগী মোঃ নুর আলম সরকার (৩৫) পালিয়ে যায়।
বিজিবি জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট মূল্য ১ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৬২০ টাকা।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে এবং তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করার প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি বলেন, "সীমান্তে অবৈধ স্বর্ণ পাচারসহ যেকোনো চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত। ভবিষ্যতেও এমন অভিযান চলতে থাকবে।"
প্রকাশিত: | By Symul Kabir Pranta