দিরাইয়ে যুবলীগ নেতা রায়হান আটক
সুনামগঞ্জের দিরাইয়ে ‘অপারেশন ডেবিল হান্ট’ অভিযানে উপজেলা যুবলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য রায়হান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিরাই পৌর শহরের চন্ডিপুর এলাকা থেকে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া রায়হান মিয়া দিরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়ার ভাতিজা।
পুলিশ জানায়, রায়হান দীর্ঘদিন পলাতক ছিলেন। তবে সম্প্রতি তিনি দিরাই বাজারে প্রকাশ্যে দেখা দেন এবং রাজনৈতিক কর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। গোপন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে নজরদারিতে রেখে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, “যুবলীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য রায়হান মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া চলছে।”
প্রকাশিত: | By Symul Kabir Pranta