মেহেরপুরে ভুট্টা ক্ষেতে পাওয়া গেল অজ্ঞাত ব্যক্তির লাশ
মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর এলাকার কাকলি গাড়ি মাঠের একটি ভুট্টা ক্ষেতে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২২ এপ্রিল) দুপুরে স্থানীয়দের সংবাদে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুট্টা ক্ষেতে দুর্গন্ধ অনুভব হওয়ার পর তারা বিষয়টি লক্ষ্য করেন এবং মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটির পরিচয় এবং মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta