হাসিনার শাসনে আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে: আইন উপদেষ্টা
স্বৈরাচারী হাসিনা সরকারের শাসনকালে আলেম-ওলামাদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বুধবার (২৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই কথা বলেন।
পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন- ইসলাম বিরোধী হাসিনা সরকারের সময় আলেম-ওলামাদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানি চালানো হয়েছিল। এর মধ্যে একটি ছিল মিথ্যা মামলা দায়ের করা। কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলা সংক্রান্ত তালিকা দিয়েছেন। তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও লিখেছেন, তারা ফারাবীর বিষয়েও সাহায্য চেয়েছেন। এটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি, ন্যায়বিচারের নিশ্চয়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে। দোয়া করবেন, যেন সকল মজলুম মানুষের জন্য কাজ করতে পারি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta