সোনারগাঁওয়ে ৫ লাখ টাকার অবৈধ কাঠসহ ট্রাক ধরা
বন বিভাগ বুধবার (২৩ এপ্রিল) সকালে সোনারগাঁওয়ের ফরেস্ট চেকপোস্টে নিয়মিত টহলের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে একটি কাঠ বোঝাই ট্রাক আটক করেছে। ট্রাকটি থেকে প্রায় ২০০ ঘনফুট আকাশমনি রদ্দা কাঠ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা।
এতে জানা যায়, ট্রাকটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। চেকপোস্টে সন্দেহজনকভাবে চলাচল করায় ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। ত্রিপল দিয়ে ঢাকা থাকায় প্রথমে কিছু বোঝা যাচ্ছিল না। পরে খোঁজ নিয়ে দেখা যায়, ট্রাকটি কাঠে ভর্তি ছিল।
তল্লাশি চলাকালে কাঠ পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি চালক ও হেলপার। কাগজপত্র চাওয়ার সঙ্গে সঙ্গে তারা ট্রাকটি ফেলে দৌড়ে পালিয়ে যায়।
সোনারগাঁও বন বিভাগের স্টেশন কর্মকর্তা আবু তাহের বলেন, "আটক করা ট্রাক ও কাঠ বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। কাঠ পরিবহনের কোনো বৈধ অনুমোদন না থাকায় বন আইনের অধীনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁও মহাসড়কে দীর্ঘদিন ধরেই কাঠ পাচারের অভিযোগ রয়েছে। পরিবেশ সচেতন নাগরিকরা এ বিষয়ে বন বিভাগের অভিযানকে আরও জোরদার করার পাশাপাশি প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta