ফের গাজাবাসীর পাশে অ্যাঞ্জেলিনা জোলি, কী বলেছেন তিনি
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আবারও গাজার জনগণের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ডক্টরস উইদাউট বর্ডার্স’ সংগঠনের একটি গভীর প্রতিবেদন শেয়ার করে তিনি গাজার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। খবর আনাদোলু এজেন্সি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) শুভেচ্ছাদূত এবং বিশেষ দূত হিসেবে দুই দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করা জোলি তার পোস্টে গাজার পরিস্থিতিকে ‘ফিলিস্তিনিরা এবং তাদের সহায়তাকারীদের জন্য গণকবর’ হিসেবে বর্ণনা করেছেন।
জোলির শেয়ার করা পোস্টে লেখা ছিল, ‘ইসরায়েলি বাহিনী গাজায় আকাশপথ, স্থলপথ ও সমুদ্রপথে তাদের সামরিক অভিযান পুনরায় শুরু এবং সম্প্রসারিত করার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনিদের জীবনযাত্রাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে, যা মানবিক সহায়তা এবং শরণার্থী সমস্যাকে আরো গভীর করছে।’
পোস্টে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণ মানবিক সহায়তা এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য একটি মারাত্মক হুমকি। যদিও এই পোস্টের পর ইসরায়েলি উগ্র ডানপন্থিরা সোশ্যাল মিডিয়াতে জোলির সমালোচনা করেছে, কিন্তু তিনি এতে মোটেও বিচলিত হননি।
বরং, শরণার্থী ও মানবাধিকার বিষয়ে তার দীর্ঘস্থায়ী সমর্থন এই মন্তব্যকে আরও শক্তিশালী করেছে। দুই দশক ধরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করা জোলি গাজার সহিংসতা নিয়ে তার উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta