বরগুনা আঞ্চলিক মহাসড়কে ডাকাতি সংঘটিত
সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বাকেরগঞ্জ-বরগুনা আঞ্চলিক মহাসড়কের গলাচিপা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। আব্দুল্লাহপুর থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা হওয়া ইমরান পরিবহনের একটি বাস গলাচিপা এলাকায় পৌঁছালে ডাকাতদের কবলে পড়ে।
বাসের যাত্রীরা জানান, ‘ডাকাতরা সড়কে গাছ ফেলে তিনটি বাসের গতিরোধ করে। ইমরান পরিবহনের বাসটিতে সশস্ত্র ডাকাতরা হামলা চালায় এবং যাত্রীদের কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাই করে। পরে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ডাকাতদের কবলে পড়া বাসটিকে যাত্রীসহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta