'দ্বিতীয় স্বাধীনতা অস্তিত্বহীন, একটি দল বিভাজন তৈরির চেষ্টা করছে'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে দ্বিতীয় স্বাধীনতার কোনো অস্তিত্ব নেই। ৭১ সালে আমাদের একটাই মুক্তিযুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে আমরা পেয়েছি স্বাধীনতার পতাকা এবং একটি মানচিত্র।
তিনি বলেন, একটি দল ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। এখন তারা যদি মুক্তিযুদ্ধের কথা বলে, তবে তা তাদের জন্য অপ্রাসঙ্গিক। তারা 'দ্বিতীয় স্বাধীনতা' বলে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। এজন্য আমাদের আজ শপথ নিতে হবে, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে।
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ ইলিয়ট ব্রিজের পূর্বপাড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনারা বাঙালির উপর আক্রমণ করে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। সেই সময় বাংলাদেশের মানুষ বেতারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা শুনে যুদ্ধে অংশগ্রহণ করেছিল।
তিনি আরো বলেন, ৭১ সালে আমরা একটি স্বাধীন পতাকা এবং মানচিত্র পেয়েছিলাম। এরপর ৭১-৭৫ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ছিল কলঙ্কময়, যেখানে নির্যাতন, লুটপাট এবং দুর্ভিক্ষ হয়েছিল। পরবর্তীতে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ পুনরায় দাঁড়িয়ে যায়। কিন্তু ২০০৮ থেকে আওয়ামী লীগ আবার দেশকে শোষণ করেছে।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর ২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে। এখন সময় এসেছে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। এজন্য সকল নেতাকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে।
শ্রদ্ধা নিবেদনের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম, যুবদলের সহ-সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ সবুজ এবং সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সিরাজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta