সুন্দরবনে আগুন এখনও জ্বলছে
বাগেরহাটের পূর্ব সুন্দরবন অঞ্চলের চাঁদপাই রেঞ্জের কলমতেজি টেপারবিলের আগুন পুরোপুরি নিভে গেলেও গুলিশাখালী ফরেস্ট টহল ফাঁড়ির ‘বাইশ ও তেইশের ছিলা’ এলাকায় গত দুই দিন ধরে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে আগুন এখনও জ্বলছে। আগুন নেভাতে খুলনা ও বাগেরহাটের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তবে পানির উৎস দূরে হওয়ায় এবং জোয়ার-ভাটার ওপর নির্ভর করে কাজ করতে ফায়ার সার্ভিস ও বনবিভাগের কর্মকর্তাদের কষ্ট হচ্ছে। নতুন এলাকা ছড়িয়ে পড়া রোধ করতে বনবিভাগ ও সুন্দরবন সুরক্ষাকর্মীরা ফায়ার লাইন কেটে দিয়েছেন। তবে, বনবিভাগের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণের নির্দিষ্ট সময় জানানো হয়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে বনবিভাগ দুটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে কলমতেজি ফরেস্ট ক্যাম্পের টেপারবিলের চার একর এলাকায় তিন দিন পর সোমবার (২৪ মার্চ) বিকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস।
বন অধিদপ্তরের খুলনা বিভাগের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ জানিয়েছেন, গুলিশাখালী ফরেস্ট টহল ফাঁড়ির ‘বাইশ ও তেইশের ছিলা’ এলাকায় রবিবার সকালে লাগা আগুন এখনো কিছুটা জ্বলছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে নতুন এলাকায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সেজন্য ফায়ার লাইন কাটার কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে আগুন নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta