শাওমির স্মার্টফোন বিস্ফোরিত, অল্পের জন্য রক্ষা পেল যুবক
স্মার্টফোন সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে স্বস্তি এনে দেয়, তবে মাঝে মাঝে এটি বিপদের কারণও হতে পারে। সম্প্রতি দেশে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা বেড়ে গেছে।
এ ধরনের ঘটনায় স্মার্টফোন ব্যবহারকারীরা শুধু তাদের প্রিয় ডিভাইসটি হারিয়েছেন, বরং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর সাথে সাথে অনেকের আহত হওয়ার ঘটনা ঘটেছে।
এবার ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়ায় এমনই একটি ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) শাওমি ব্র্যান্ডের ‘রেডমি নোট ১০’ মডেলের একটি ফোন বিস্ফোরিত হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই স্মার্টফোনের ব্যবহারকারী হিমেল (৩২) নামের একজন যুবক, যিনি এক বছর আগে শাওমি ‘রেডমি নোট ১০’ ফোনটি কিনেছিলেন।
বিডি২৪লাইভকে হিমেল জানান, তার ফোনটি বালিশের পাশে ছিল এবং তিনি বেশি সময় ফোনটি ব্যবহার করেননি, এমনকি গরমও হয়নি। তারপরও হঠাৎ ফোনটি বিস্ফোরিত হয়।
হিমেল আরও বলেন, “আমার দুটি ফোন ছিল, একটি ‘রেডমি নোট ১০’ আরেকটি অন্য ফোন। আমি অন্য ফোনটি ব্যবহার করছিলাম, এমন সময় হঠাৎ এক তীব্র শব্দ শুনে দেখি, আমার রেডমি ফোনটি বিস্ফোরিত হয়ে ধোঁয়া বের হচ্ছে।”
তিনি জানান, বিস্ফোরণের কারণে ফোনের চাদরের ওপর আগুন ধরে যায় এবং অল্পের জন্য তিনি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। তবে এখনও আতঙ্ক কাটেনি।
টেক বিশেষজ্ঞ আহসানুল করীম জানান, স্মার্টফোন বিস্ফোরণ সাধারণত ফোনের ব্যাটারিতে অতিরিক্ত চাপ বা অতিরিক্ত তাপের কারণে ঘটে। স্মার্টফোনগুলো পাতলা ও হালকা তৈরি করতে গিয়ে ব্যাটারিকে সীমিত জায়গায় সংযোজন করা হয়, যা দীর্ঘ সময় ব্যবহারে বা চার্জিংয়ের সময় গরম হয়ে বিস্ফোরিত হয়।
এই ঘটনায় শাওমি কোম্পানির পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়াল মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, শাওমি ব্র্যান্ডের স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা নতুন নয়। গত বছর ভারতে ‘শাওমি রেডমি নোট ৫ প্রো’ মডেল একটি স্মার্টফোন বিস্ফোরিত হয়ে আট বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়। শিশুটির নাম ছিল আদিত্যশ্রী।
প্রকাশিত: | By Symul Kabir Pranta