জামায়াত আমিরের স্বাধীনতা দিবস পালন করার আহ্বান
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য সম্মানে পালন করার জন্য জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।
এ সম্পর্কিত একটি বিবৃতি তিনি গতকাল গণমাধ্যমে পাঠিয়েছেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, মহান স্বাধীনতা দিবসে দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যথাযথ সম্মানে স্বাধীনতা দিবস পালনের জন্য জামায়াতে ইসলামীর সমস্ত শাখা ও দেশের জনগণকে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি, আমি দেশের এই সংকটপূর্ণ মুহূর্তে মহান আল্লাহর কাছে দেশবাসীর কল্যাণ কামনা করছি। আল্লাহ আমাদের প্রিয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করুন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ, দেশের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা। দেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসন মুক্ত একটি দেশ। লাখো মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। স্বাধীনতার ৫৪ বছরে দেশের মানুষের প্রত্যাশা এবং অর্জন পর্যালোচনা করলে দেখা যায়, অনেক আশা এখনও পূর্ণ হয়নি।
তিনি আরও বলেন, গত জুলাইয়ে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে। দীর্ঘ সময় ধরে জনগণের ওপর চাপ সৃষ্টি করা শাসকগোষ্ঠীর হাত থেকে মুক্তি পেয়েছে দেশবাসী। তবে কিছু দুষ্টচক্র এবং স্বার্থান্বেষী মহল বিদেশি শক্তির সাহায্যে ছাত্র-জনতার আন্দোলনকে ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং স্বৈরাচারী শাসন ফেরাতে চায়। এ অবস্থায় দেশের জনগণকে একত্রিত থাকতে, সতর্ক থাকতে এবং ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।
তিনি আরও বলেন, মহান স্বাধীনতা দিবসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের এবং সেই সমস্ত জনতাকে, যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা স্মরণ করছি গত জুলাইয়ের গণআন্দোলনের শহীদদের, আহতদের এবং যারা পঙ্গুত্ববরণ করেছেন। শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta