ক্লাসে যাওয়ার পর শিক্ষার্থী লাশ হয়ে বাড়ি ফিরলো
কোচিং ক্লাসে যাওয়ার পথে পথেই প্রাণ হারায় মেধাবী ছাত্র ফরহাদ হোসেন। দশম শ্রেণির ছাত্র ফরহাদ বাইসাইকেল চালিয়ে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পিছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। হাসপাতালে নেয়ার পথে ফরহাদ মারা যায়। মঙ্গলবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউপির পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। নিহত ফরহাদ হোসেন (১৫) পানিয়ালপুকুর মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এবং পুটিমারী মন্থনা হাজীপাড়া গ্রামের আনছার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ফরহাদ হোসেন ও তার বন্ধু আকাশ বাইসাইকেল যোগে কিশোরগঞ্জ মেডিকেল মোড়ে কোচিং ক্লাসে যাচ্ছিল। তখন একটি ট্রাক পুটিমারী পেট্রোল পাম্পের কাছাকাছি গিয়ে পিছন থেকে তাদের ধাক্কা দেয়। ট্রাকটি ফরহাদের শরীরের ওপর দিয়ে চলে গেলে ফরহাদ গুরুতর আহত হয়। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আকাশ নিরাপদে আছে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়, কিন্তু চালক পালিয়ে যায়। আটক ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, এলাকায় বাসিন্দারা ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে। ট্রাকটি থানায় আনা হয়েছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta