সুলভ মূল্যের হাটে ঈশ্বরগঞ্জের গরিব মানুষের জন্য স্বস্তি
ঈশ্বরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে একটি হাট স্থাপন করা হয়েছে। এই হাটে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাজার দরের তুলনায় ১০-১৫ টাকা কম রাখা হয়েছে। রোজাদারদের সুবিধার জন্য এবং তাদের ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য পৌঁছানোর লক্ষ্য নিয়ে পহেলা রমজান থেকে উপজেলা পরিষদ চত্বরে এই হাটটি শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোক্তাদের মাধ্যমে এই হাটে দোকান বসানো হয়েছে। যদিও খোলা বাজারে সয়াবিন তেলের সংকট রয়েছে, এই হাটে সে ধরনের কোন সমস্যা নেই।
বাজারে এক লিটার সয়াবিন তেল ১৯০ টাকার পরিবর্তে এখানে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। মুসুর ডাল ১২০ টাকার পরিবর্তে ১০০ টাকা, পল্টি মুরগী ১৭০ টাকার পরিবর্তে ১৬০ টাকায়, ছোলা ১০৫ টাকার পরিবর্তে ৯৫ টাকায়, আলু ৩০ টাকার পরিবর্তে ২০ টাকা, শসা ৩০ টাকার পরিবর্তে ২৫ টাকা, চিনি ১২০ টাকার পরিবর্তে ১১৫ টাকা, ডিম প্রতি ডজন ১২০ টাকার পরিবর্তে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রশাসনের আহ্বানে এই হাটে সপ্তাহে ৩ দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ৪-৫টি ষাঁড় গরু জবাই করে ৬৫০ টাকা কেজি দরে গোশত বিক্রি করছেন, যা গরীব মানুষদের সাহায্য করছে।
এ হাটে গিয়ে দেখা যায়, কম মূল্যের গোশত কেনার জন্য শত শত ক্রেতা লাইনে দাঁড়িয়ে আছেন। ক্রেতাদের মতে, এখানে ২৫০ গ্রাম থেকে ২ কেজি গোশত কেনার সুযোগ রয়েছে, যা বাজারে সাধারণত পাওয়া যায় না। এতে অনেক অসহায় মানুষও এই হাট থেকে গোশত কিনতে সক্ষম হচ্ছেন।
রিকশাচালক মোজাম্মেল মিয়া জানান, তিনি সারা দিন রিকশা চালিয়ে যা উপার্জন করেন, তার দ্বারা শহরের বাজারে এত কম দামে পণ্য কেনা সম্ভব ছিল না। এই হাটটি গরীব মানুষের জন্য বড় উপকারে এসেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, বাজার সিন্ডিকেট ভাঙার এবং গরীব রোজাদারদের সুবিধা দেওয়ার জন্য এই হাটটি বসানো হয়েছে। এই সেবাকে আরও বিস্তৃত করতে সোহাগী রেল স্টেশনে সুলভ মূল্যের আরেকটি হাট বসানো হয়েছে, এবং এই সেবা পুরো রমজান মাস জুড়ে চলতে থাকবে, ইনশাআল্লাহ।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta