আন্দোলনের ফল সুরক্ষিত রাখতে নির্বাচন জরুরি : জয়নুল আবদিন
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচনই সকল সমস্যার সমাধান হবে। আন্দোলনের মাধ্যমে আমরা যে অর্জন করেছি, সেটি বজায় রাখতে নির্বাচন অপরিহার্য।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও স্মরণ সভায় তিনি এ কথা জানান। এ স্মরণ সভার আয়োজন করে খন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে জয়নুল আবদিন বলেন, শেখ হাসিনা আপনাকে ১৮ তলা পর্যন্ত উঠিয়েছে। আপনি তো বলেছিলেন হাসিনা ফ্যাসিস্ট, কিন্তু ফ্যাসিজমের বিরুদ্ধে ঐক্যের প্রয়োজন এখনই। আপনি বলেছিলেন, যখন সব দল একত্রিত হয়, তখন আপনার সাহস বেড়ে যায়, আর একা হলে নিরাশ হন। তবে, নিরাশ হওয়ার কিছু নেই।
জয়নুল আবদিন ফারুক বলেন, নতুন দল গঠন হোক, কিংস পার্টি হোক, তাতে আমাদের কিছু আসে যায় না। আপনি (ড. ইউনূস) আন্তর্জাতিকভাবে একজন সম্মানিত ব্যক্তি, আপনাকে কারো কথায় প্রভাবিত না হয়ে নির্বাচন তারিখ ঘোষণা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে ও ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আকবর হোসেন বাবলু। এ সময় খোন্দকার দেলোয়ার হোসেনের অন্যান্য সন্তানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
বিডি প্রতিদিন/কেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta