দুই ‘ছাত্র উপদেষ্টার’ পদত্যাগের দাবি গণঅধিকার পরিষদের
গণঅধিকার পরিষদ অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে। মঙ্গলবার (১৮ মার্চ) গণঅধিকার পরিষদের এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি তোলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি বলেন, উপদেষ্টা মাহফুজ আলম ইসলামি শক্তির প্রতি তীব্র বিরোধিতা করেছেন। আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে তার মন্তব্য অত্যন্ত অমার্জনীয় ছিল।
মাহফুজ আলম জাতীয় ঐক্য ও সংহতি নষ্ট করেছেন। তিনি একজন বিতর্কিত ব্যক্তি, আর বিতর্কিত কেউ সরকারের উপদেষ্টা পদে থাকতে পারে না। তাই আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি।
রাশেদ খান আরও বলেন, তথ্য উপদেষ্টা সরকারী মুখপাত্র হিসেবে কাজ করে।
কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম বারবার হেফাজত, জামায়াত, বিএনপি এবং গণঅধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যের ফলে সমাজে বিভাজন সৃষ্টি হচ্ছে, এমন মন্তব্য করেন তিনি।
গণঅধিকার পরিষদ সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে। প্রয়োজনে নতুন নিরপেক্ষ সরকার গঠনের পরামর্শও দিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের নেতারা আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন। দলের মুখপাত্র ফারুক হাসান বলেন, ছাত্র উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তাদের পদ থেকে অবিলম্বে পদত্যাগ করবেন।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta