স্বৈরাচার চলে গেলেও এখনও ষড়যন্ত্রে জড়িত: খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গত ১৬ বছর ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তা পুনরুদ্ধার করবে। যাঁরা স্বৈরাচারী শাসক ছিলেন, তাঁরা পালিয়ে গেছেন, কিন্তু তারা এখনো ষড়যন্ত্রে রত এবং নানা ধরণের অপতৎপরতা চালাচ্ছে।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিএনপির প্রাক্তন মহাসচিব প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও স্মরণসভায় তিনি এসব মন্তব্য করেন। দোয়া ও স্মরণসভার আয়োজন করে খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন।
অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর খন্দকার মোশাররফ বলেন, আমাদের মতে, জনগণের অধিকার মানে ভোটাধিকার। আপনারা দ্রুত নির্বাচন তারিখ ঘোষণা করুন, যাতে জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত হতে পারে।
তিনি আরও বলেন, গত ১৬ বছরের শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে জনগণের আন্দোলনের চূড়ান্ত ফলাফল হবে ২০২৪ সালের জুলাই-আগস্ট। ওই আন্দোলনের প্রেক্ষিতে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হবেন এবং তাঁর সরকারও পদত্যাগ করতে হবে। এটি গত ১৬ বছরের আন্দোলনের ফলস্বরূপ।
বিডি প্রতিদিন/কেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta