‘হাসিনা ও তার দোসরদের আর পুনর্বাসিত করার সুযোগ দেওয়া যাবে না’
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা ও তার অনুসারীদের আর কখনো বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, ‘জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী শক্তির সম্মিলিত প্রচেষ্টায় দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে। যদি এই দুই শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি হয়, তাহলে বাংলাদেশ আরও সংকটে পড়বে এবং স্বৈরাচারী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠবে। যারা বাংলাদেশ থেকে ইসলামী মূল্যবোধ মুছে ফেলতে চায়, তারাই প্রকৃত স্বাধীনতা বিরোধী। তাই শেখ হাসিনা ও তার অনুসারীদের রাজনৈতিক পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘অনেকে বিএনপি ও আওয়ামী লীগকে একই কাতারে ফেলে বিচার করেন, যা একধরনের অবিচার। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ঐতিহাসিক পার্থক্য রয়েছে। ব্রিটিশ আমল থেকেই পূর্ব বাংলার জাতীয়তাবাদী ও ইসলামী রাজনৈতিক আদর্শ বিএনপি বহন করে আসছে।’
খেলাফত মজলিসের আমির বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি কেউই ইসলামী রাজনৈতিক দল নয়, তাদের নিজস্ব পৃথক আদর্শ রয়েছে। যেমন আবু তালেব ও আবু জাহেল ইসলামী চিন্তাধারায় ছিলেন না, কিন্তু তাদের ভূমিকা ভিন্ন ছিল। যারা এই দুই দলকে একই কাতারে ফেলে দেখে, তারা চরম ভুল করে। ইসলামী রাজনীতির দৃষ্টিকোণ থেকে বিএনপি আবু তালেবের ভূমিকায় এবং আওয়ামী লীগ আবু জাহেলের ভূমিকায় রয়েছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/কেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta