১০ লাখ টাকা প্রদান করলেন হামজা চৌধুরী
হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামের কিছু মানুষের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছেন ইংলিশ লিগে খেলা ও বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে তিনি প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে ১০ লাখ টাকার অনুদান বিতরণ করেন। এ সময় তার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
হামজা নিজ খরচে গ্রামে একটি মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছেন, যেখানে এতিম শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে। এদিন বিকেলে তিনি মাদরাসায় গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান।
তার বাবা মুর্শেদ চৌধুরী জানান, হামজা প্রতিবছরই গ্রামের অসহায়দের আর্থিক সহায়তা পাঠান। তিনি মসজিদ, মাদরাসা ও দরিদ্রদের সাহায্য করতে ভালোবাসেন এবং নিজ খরচে এতিমখানা পরিচালনা করে আসছেন।
রার/সা.এ
প্রকাশিত: | By Symul Kabir Pranta