কুলাউড়ায় দখলমুক্ত ফুটপাত আবারও দখলে, জনদুর্ভোগ চরমে
মৌলভীবাজারের কুলাউড়ায় ফুটপাত দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসন একাধিক পদক্ষেপ নিলেও তেমন সুফল মিলছে না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হলেও, কিছুদিন পরই আবার দখল হয়ে যায় ফুটপাত।
পৌরবাসীর অভিযোগ, উচ্ছেদ অভিযানের পর নিয়মিত নজরদারি না থাকায় সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। অন্যদিকে, ফুটপাত ব্যবসায়ীদের দাবি, তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই বারবার উচ্ছেদ ও জরিমানা করা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের জন্য বাজারে বিকল্প জায়গার ব্যবস্থা করা হলেও ব্যবসায়ীরা সেখানে যেতে অনাগ্রহী।
গত কয়েকদিনের পর্যবেক্ষণে দেখা গেছে, দক্ষিণ বাজার, উত্তর বাজার, থানা ও ডাকবাংলো এলাকা জুড়ে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। প্রশাসনের অভিযান চললেও কিছুদিন পরই আবার আগের পরিস্থিতি ফিরে আসে।
চাকরিজীবী শাহিন আহমদ বলেন, প্রতিদিন অফিসে যাওয়ার সময় ফুটপাত দখলের কারণে রাস্তায় নেমে হাঁটতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি প্রশ্ন তোলেন, প্রশাসন যদি উচ্ছেদ করেই তাহলে কেন বারবার দখল হয়?
পথচারী হান্নান মিয়া বলেন, শহরের প্রায় সব ফুটপাত বেদখল হয়ে গেছে, হাঁটার জায়গা নেই। সাধারণ মানুষ কিছু বললে উল্টো ব্যবসায়ীরা তেড়ে আসে।
এক ব্যবসায়ী জানান, জীবিকার তাগিদে ফুটপাতে ব্যবসা করতে বাধ্য হচ্ছেন। তবে পুনর্বাসনের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, যানজট ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জরিমানা ও মালামাল জব্দ করেও প্রতিকার মিলছে না। তাই এবার আইন অনুযায়ী দোষীদের কারাদণ্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta