টিসিবির জন্য রাইস ব্রান তেল ও মসুর ডাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিসিবির জন্য এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। এসব কেনাকাটার জন্য মোট ব্যয় হবে ২৭২ কোটি ৯৮ লাখ টাকা।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, টিসিবির জন্য স্থানীয় উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে (OTM) ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সুপারিশকৃত প্রতিষ্ঠানগুলো হলো- গ্রিন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজ, মজুমদার প্রোডাক্টস লিমিটেড এবং মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড৷ প্রতি লিটার রাইস ব্রান তেলের দাম ১৬২.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে ১ কোটি ১০ লাখ লিটার তেল কিনতে খরচ হবে ১৭৮ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে গ্রিন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজ থেকে ২০ লাখ লিটার, মজুমদার প্রোডাক্টস লিমিটেড থেকে ৪৫ লাখ লিটার এবং মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড থেকে ৪৫ লাখ লিটার তেল কেনা হবে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের ভিত্তিতে, টিসিবির জন্য স্থানীয় উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে (OTM) ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৯৪ কোটি ২৩ লাখ টাকা। প্রতি কেজি ডালের দাম ৯৪.২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল
প্রকাশিত: | By Symul Kabir Pranta