৩০ জুন পর্যন্ত ভোজ্য তেলে কর অব্যাহতি বৃদ্ধির সুপারিশ
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্য তেল আমদানিতে শুল্ক-কর ছাড়ের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানোর পরামর্শ দিয়েছে। তারা মনে করে, এ পদক্ষেপ তেলের দাম নিয়ন্ত্রণে সহায়ক হবে।
মঙ্গলবার সংস্থাটি এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে। বর্তমানে কর ছাড়ের মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।
গত ১৫ ডিসেম্বর সরকার সয়াবিন তেল আমদানি, উৎপাদন ও ব্যবসায় পর্যায়ে ভ্যাট অব্যাহতির সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত সম্প্রসারণ করে। আজ ট্যারিফ কমিশন পুনরায় আরও তিন মাস বাড়ানোর প্রস্তাব দিয়েছে, মূলত বাজারে তেলের মূল্য স্থিতিশীল রাখার জন্য।
বিডি প্রতিদিন/এমআই
প্রকাশিত: | By Symul Kabir Pranta