নাগরপুরে হারানো গ্রাম বাংলার ঐতিহ্য গরু দিয়ে হালচাষ
কুড়িগ্রামে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে কুড়িগ্রাম আলিয়া মাদরাসার হলরুমে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে সভাপতিত্ব করেন জোটের আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
বক্তব্য রাখেন- সদস্য সচিব অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, প্রিন্সিপাল নুর বখত, অধ্যাপক মোখলেছুর রহমান, অধ্যক্ষ মোবাশ্বের রাশেদীন, অধ্যক্ষ দবির উদ্দিন, শিক্ষক দেওয়ান এনামুল, নুর নবী, সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক ফজলুল হক প্রমুখ।
বক্তারা জানান, বেসরকারি শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে অবহেলিত এবং বঞ্চিত। তাদের চাকরি জাতীয়করণের মাধ্যমে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সরকারি সুবিধা এবং মর্যাদা পেতে চাকরি জাতীয়করণই একমাত্র সমাধান বলে তারা মন্তব্য করেন।
তারা আরও বলেন, এই দাবিতে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে আন্দোলনে যোগ দিতে হবে। শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান বক্তারা।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta