রবিবার, ১৬রা মার্চ ২০২৫

উইঘুরদের ফেরত পাঠানোর ঘটনায় থাই কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

উইঘুরদের ফেরত পাঠানোয় থাই কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
উইঘুরদের ফেরত পাঠানোর ঘটনায় থাই কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

থাইল্যান্ডে আশ্রয় নেওয়া উইঘুর মুসলিমদের মধ্যে কমপক্ষে ৪০ জনকে চীনে ফেরত পাঠানোর ঘটনায় মার্কিন প্রশাসন ক্ষুব্ধ হয়েছে। এ ঘটনার সাথে যুক্ত কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

এ খবরটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে তিনি বলেন, ২৭ ফেব্রুয়ারি ৪০ জন উইঘুরকে চীনে ফেরত পাঠানোর সঙ্গে জড়িত থাই কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, এই সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর করা হবে।

মার্কো রুবিও আরও বলেন, চীনের সরকার দীর্ঘদিন ধরে উইঘুরদের ওপর অত্যাচার এবং মানবাধিকার লঙ্ঘন করে আসছে। যেসব দেশ উইঘুরদের আশ্রয় দিয়েছে, সেসব দেশকে আহ্বান জানানো হবে যেন তারা তাদেরকে চীনে ফেরত না পাঠায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চীন উইঘুর মুসলিমদের ফেরত পাঠাতে প্রতিবেশী দেশগুলোর ওপর চাপ প্রয়োগ করছে এবং যুক্তরাষ্ট্র এই চাপ মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ। চীনে এই উইঘুররা নির্যাতন ও গুমের শিকার হচ্ছে।

থাই দূতাবাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে থাইল্যান্ড অন্যতম। ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাংক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দক্ষিণপূর্ব এশিয়া বিভাগের বিশেষজ্ঞ মারি হিবার্ট রয়টার্সকে জানান, এর আগে কখনও থাইল্যান্ডের কোনো কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

মার্কিন পররাষ্ট্র বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এশিয়ার বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া উইঘুরদের চীনে ফেরত পাঠানোর ঘটনা প্রতিরোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কতজন সাবেক এবং বর্তমান কর্মকর্তা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন তা প্রকাশ করা হয়নি, তবে তাদের পরিবারের সদস্যরাও এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন।

2025-03-03 15:45:05
উইঘুরদের ফেরত পাঠানোর ঘটনায় থাই কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

বিডি প্রতিদিন/নাজিম

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ

 নারায়ণগঞ্জে বলাৎকারের অভিযোগে image

নারায়ণগঞ্জে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত গ্রেফতার

 সৌদি আরব চালু করছে ৬ হাজার কোটি টাকার image

সৌদি আরব চালু করছে ৬ হাজার কোটি টাকার লিগ

 যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ৩৩ image

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ৩৩ জনের মৃত্যু

 আবরার হত্যা মামলা: ২০ জনের image

আবরার হত্যা মামলা: ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন রায় বহাল

 বিজিবি-বিএসএফের বৈঠক image

বিজিবি-বিএসএফের বৈঠক সীমান্তহত্যা, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে

 ঈদযাত্রার জন্য আজ ২৬ মার্চের ট্রেন image

ঈদযাত্রার জন্য আজ ২৬ মার্চের ট্রেন টিকিট বিক্রি হবে

 আবরার ফাহাদ হত্যা মামলায় image

আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ ঘোষণা

 আজ সাত কলেজের স্বতন্ত্র image

আজ সাত কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের নামকরণ হতে পারে

 আছিয়ার পরিবারকে সহায়তা দিল image

আছিয়ার পরিবারকে সহায়তা দিল জামায়াতে ইসলামী

 যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে image

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহতের সংখ্যা ৩৪ এ পৌঁছেছে

 রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষের image

রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় গঠন করা হলো তদন্ত কমিটি।

 ইয়েমেনে মার্কিন বিমান হামলা, ২৩ জন image

ইয়েমেনে মার্কিন বিমান হামলা, ২৩ জন নিহত