দুই বিভাগে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা
দেশের দুই অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কাও জানিয়েছেন তারা।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। এর ফলে শনিবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর এবং সিলেট বিভাগের কিছু অংশে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সিলেট বিভাগে ঝড়বৃষ্টি চলমান থাকতে পারে আগামীকাল রোববার (১৬ মার্চ) পর্যন্ত। এ সময় দেশের অন্য অঞ্চলগুলোতে আংশিক মেঘলা আকাশ সহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে।
গতকাল শুক্রবার (১৪ মার্চ) সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ শনিবার সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া, আগামীকাল রোববার দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (১৭ মার্চ) দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta