আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য ষড়যন্ত্র চলছে: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় প্রধান হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার ষড়যন্ত্র চলছে। শুক্রবার (১৪ মার্চ) দিবাগত মধ্যরাতে তিনি এই মন্তব্য ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ করেন।
হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে বলেন, যে পথে আওয়ামী লীগ বিদায় নিয়েছিল, ঠিক একই পথে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে।
এর আগে, ১৩ মার্চ বৃহস্পতিবারেও তিনি ফেসবুকে প্রায় একই ধরনের অভিযোগ করে পোস্ট করেছিলেন।
তিন বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার পরিকল্পনা চলছে। ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ নামে একটি নতুন ‘টেবলেট’ শীঘ্রই বাজারে আসবে।
এনসিপির এই নেতা আরও বলেন, যারা এই ষড়যন্ত্রে মেতে আছেন, তাদেরকে সতর্ক করে দিচ্ছি, এখানে কোনো ‘ইফস’ বা ‘বাটস’ নেই।
তিনি বলেন, বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা দেশের সার্বভৌমত্বের জন্য বিপদজনক হতে পারে। তাই, ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ নিয়ে আসা বন্ধ করুন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়। ফুলস্টপ।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta