সাত দিনের মধ্যে মাগুরার শিশুটির ধর্ষণের বিচার শুরু হবে : আইন উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, মাগুরায় শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় সাত দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
আইন উপদেষ্টা বলেছেন, শিশুটির ময়নাতদন্ত আজকেই সম্পন্ন হবে এবং ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহ হেলিকপ্টারে প্রেরণ করা হবে। সাত দিনের মধ্যে বিচার শুরু হবে।
তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হবে এবং দোষীদের জন্য কঠোর শাস্তি নিশ্চিত হবে।
এ সময় তিনি জানান, শিশু ধর্ষণ ও বলাৎকারের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে এবং আগামী রবিবার বা সোমবার থেকেই কার্যক্রম শুরু হবে।
আইন উপদেষ্টা আরও বলেছেন, সরকার কোনো ধরনের সময়ক্ষেপণ করেনি এবং দ্রুত সব অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ধর্ষণের ঘটনায় আন্দোলনের আড়ালে কেউ কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে চাইলে তার দিকে লক্ষ্য রাখা হবে।
এর আগে, আজ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যু ঘটে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বিডি প্রতিদিন/কেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta