স্ত্রী-সন্তানসহ সাদেক খানের ২১টি ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ
দুদকের চলমান মামলার কারণে ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান, তার স্ত্রী ফেরদৌসী খান ও ছেলে ফাহিম সাদেক খানের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২১টি হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ৪ কোটি ২০ লাখ ৭ হাজার ৬৮৬ টাকা জমা রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদন মঞ্জুর করার পর এই আদেশ দেন। ২১টি হিসাবের মধ্যে ফেরদৌসী খানের ১৪টি, সাদেক খানের পাঁচটি এবং ফাহিম সাদেক খানের দুটি হিসাব রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক কে এম মর্তুজা আলী সাগর পৃথক তিনটি আবেদনে এসব হিসাব অবরুদ্ধ করার অনুরোধ জানান। পরে বিচারক ওই আবেদন মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য মো. সাদেক খান ও তার স্ত্রী ফেরদৌসী খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৯৮ লাখ ৩২ হাজার ৫২১ টাকার সম্পদ অর্জন এবং ১৫১টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৭৭ লাখ ৭০ হাজার ৩২৬ টাকা জমা ও ৩২ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৭৮০ টাকা উত্তোলনের মাধ্যমে অবৈধভাবে অর্থের উৎস আড়াল করার অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
এটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তকালে আসামি ফেরদৌসী খান ও সাদেক খানের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তদন্তকালে এসব অস্থাবর সম্পদ বিদেশে স্থানান্তর বা হস্তান্তরের মাধ্যমে আসামিরা পালানোর চেষ্টা করতে পারেন। তদন্তের স্বার্থে তাদের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।
বিডি প্রতিদিন/জামশেদ
প্রকাশিত: | By Symul Kabir Pranta