পটকা মাছ খাওয়ার কারণে শিশুর মৃত্যু
পিরোজপুরের কাউখালী উপজেলায় পটকা মাছ খেয়ে ৫ বছরের ফাতেমা আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। বুধবার রাতে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুর নানা হানিফ সরদার জানান, রাতের খাবারে নদী থেকে ধরা মাছের সাথে পটকা মাছও খায়। পরে তারা অসুস্থ বোধ করলে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে আমার নাতি মারা যায় এবং আমার স্ত্রী ও তিন মেয়ে অসুস্থ অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কর্মকার জানান, রাত ২টার দিকে পটকা মাছ খেয়ে গুরুতর অবস্থায় ৫ জন রোগী হাসপাতালে আসেন। তাদের মধ্যে ফাতেমা আক্তার নামে ৫ বছরের শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। মৃত শিশুর মা সাবিনা আক্তার (২০), খালা সিমা (১৮) ও সুমনা (১৩), এবং বৃদ্ধা নানী আকলিমা (৫৫) কে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএম
প্রকাশিত: | By Symul Kabir Pranta