রাজনৈতিক আনুগত্যের কারণে পুরো পুলিশ বাহিনী কলঙ্কিত : আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম শিল্পখাত সংশ্লিষ্ট কর্মী ও শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা গুজবের কথা বিশ্বাস করবেন না। কর্মস্থলে কোনো ধরনের ক্ষতি করবেন না। ভাঙচুরের মাধ্যমে নিজেদের প্রিয় প্রতিষ্ঠানকে বিপর্যস্ত হতে দেবেন না। আমরা লক্ষ্য করেছি, গুজব ছড়িয়ে সাধারণভাবে অশান্তি সৃষ্টি করা হয়েছে। যদি এমন গুজব ছড়িয়ে ভাঙচুর করা হয়, তাহলে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব। রাস্তা অবরোধ বা জনদুর্ভোগ সৃষ্টি করা হবে না।’
বৃহস্পতিবার (১৩ মার্চ) গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত বিশেষ কল্যাণ সভার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন আইজিপি।
এর আগে শিল্প পুলিশের সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন আইজিপি।
আইজিপি বলেন, ‘আমরা সকলকে আহ্বান জানাচ্ছি পুলিশকে সাহায্য করার জন্য। কাজের পরিবেশ তৈরি করুন, পুলিশকে শত্রু ভাববেন না। পুলিশের প্রতি আক্রমণ করবেন না। আইন ও সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে দেশের জন্য কাজ করতে দিন।’
আইজিপি বাহারুল আলম আরো বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে। যারা আমাদের সরকারের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে চায়, তারা চায় যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, প্রশাসন ব্যর্থ হয়। কিন্তু আমরা তাদের প্রতিরোধে কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকা থেকে লক্ষ লক্ষ মানুষ বাড়ি যাবে। তাদের যাত্রায় বিঘ্ন না ঘটে, এজন্য শিল্প পুলিশ, ট্রাফিক পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিলিতভাবে কাজ করছে। শ্রমিকদের প্রতি আমার অনুরোধ, আপনাদের আন্দোলন করতে রাস্তা বন্ধ করবেন না, অন্যথায় লক্ষ লক্ষ মানুষ দুর্ভোগে পড়বে। যারা এরকম কাজ করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঈদযাত্রার সময় নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হবে, যাতে চুরি, ডাকাতি বা ছিনতাইয়ের মতো ঘটনা না ঘটে। এছাড়া যারা বাড়ি যাচ্ছেন, তারা যেন বাড়ির নিরাপত্তা নিশ্চিত করে যান।’
বিশেষ কল্যাণ সভায় আইজিপি আরও বলেন, ‘পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই। আমরা কোন দলের প্রতি আনুগত্য প্রকাশ করি না। ৫ আগস্টের আগে রাজনৈতিক কারণে পুলিশকে কলঙ্কিত করা হয়েছে। কিছু ব্যক্তির উচ্চাভিলাষ এবং অন্যায় আনুগত্যের জন্য পুলিশ বিপদে পড়েছে। আমি বিশ্বাস করি, যাদের কারণে পুলিশকে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে, তাদের বিচার হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি) মো. ছিবগাত উল্লাহ। উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার, ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, বিজিএমইএ এর প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত
প্রকাশিত: | By Symul Kabir Pranta