বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অগ্রহণযোগ্য : পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।
মুখপাত্র বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং ভারতের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য করা উচিত হয়নি। তিনি আরো জানান, ভারত সীমান্তে হত্যা বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
ভারত কর্তৃক শেখ হাসিনার পুনর্বাসনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া না পাওয়া সত্ত্বেও, গঙ্গা পানি বণ্টন নিয়ে আলোচনা সঠিকভাবে চলছে বলে তিনি জানান।
রফিকুল আলম আরও বলেন, রোহিঙ্গা সমস্যা সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে রোহিঙ্গাদের পুনর্বাসন নিয়ে। সরকার আশা করছে, শিগগিরই এই সংকটের সমাধান হবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
তিনি আরো জানান, আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা চীনের উদ্দেশ্যে রওনা করবেন।
বিডি প্রতিদিন/কেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta