মাদারীপুরে বিশ্ব কিডনি দিবস উদযাপিত
‘‘কিডনি রোগ মৃত্যুর কারণ- প্রতিরোধই একমাত্র উপায়’’ এই স্লোগান নিয়ে মাদারীপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে বিশ্ব কিডনি দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে, দিবসটি উপলক্ষে শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহিদ কানন চত্বরে এসে শেষ হয়।
ক্যাম্পাস কিডনি এন্ড ডায়ালিসিস সেন্টার মাদারীপুর শাখার আয়োজনে এই দিবসটি পালন করতে প্রায় দুই শতাধিক লোক বিভিন্ন পেশা থেকে র্যালিতে অংশগ্রহণ করে।
র্যালী শেষে কিডনি রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য, রোগ সনাক্তকরণ এবং কিডনির বিকল্প প্রতিরোধের জন্য চিকিৎসা প্রদান নিয়ে আলোচনা করেন ডা. এম এস ছামাদ এবং ক্যাম্পাস মাদারীপুর শাখার ম্যানেজার শফিকুল ইসলাম।
র্যালিতে মাদারীপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta