সাবেক এমপি সোলাইমান সেলিম পুনরায় রিমান্ডে
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে লালবাগ থানার একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন। আসামিপক্ষ জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন।
মামলার তথ্য অনুযায়ী, ৬ আগস্ট ভোরে লালবাগের বেড়িবাঁধ এলাকায় ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলিবর্ষণের ঘটনায় মাদরাসাছাত্র শাহেনুর রহমান (১৯) নিহত হন। নিহতের ভাই মো. মাজেদুল ইসলাম গত ২৯ সেপ্টেম্বর লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
এছাড়া, গত বছরের ১৪ নভেম্বর গভীর রাতে গুলশান থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তিনি রিমান্ডে রয়েছেন।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta