সামিট গ্রুপের ১৯১ ব্যাংক অ্যাকাউন্ট সিল করার নির্দেশ
গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ফারুক খানের ভাই এবং সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, তার পরিবার ও সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৯১টি অ্যাকাউন্টের ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকার হিসাব সিল করার আদেশ দিয়েছেন আদালত।
রোববার (০৯ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ নির্দেশনা প্রদান করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম।
তিনি জানান, দুদকের পক্ষ থেকে সামিট গ্রুপ এবং সংশ্লিষ্টদের নামে ১৯১টি ব্যাংক অ্যাকাউন্টের ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকার হিসাব সিল করার জন্য আদালতে আবেদন করা হয়েছিল এবং আদালত তা গ্রহণ করেছেন।
দুদকের উপপরিচালক আলমগীর হোসেন এই ব্যাংক হিসাবগুলোর অবরোধের জন্য আবেদন করেছিলেন।
আবেদনে উল্লেখ করা হয়, সামিট গ্রুপ এবং তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের মধ্যে ঘুষ ও দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এই অনুসন্ধান চলাকালে এসব ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে যেখানে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে।
এই হিসাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ থাকার বিষয়টি সন্দেহজনক এবং যেকোনো সময় এই অর্থ বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে, যা অনুসন্ধানে স্পষ্ট হয়েছে।
সুষ্ঠু তদন্তের স্বার্থে ১৯১টি ব্যাংক হিসাবের ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকার সিলিং প্রয়োজন, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারায় অবরুদ্ধ করা হয়েছে।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta