সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১০২ কোটি টাকার শেয়ার জব্দ, ৯৫৭ বিঘা জমি ক্রোক
দুর্নীতির অভিযোগের কারণে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২৩টি কোম্পানির মোট ১০২ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ২৫০ টাকার শেয়ার অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত ৯৫৭ বিঘা জমি আদালতের নির্দেশে ক্রোক করা হয়েছে। এই জমিগুলোর মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. মাহফুজ ইকবাল এসব স্থাবর ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ এবং ক্রোকের আবেদন করেছিলেন।
শেয়ার অবরুদ্ধের আবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদক সাত সদস্যের অনুসন্ধান দল গঠন করেছে। তদন্ত চলাকালীন তার ও তার পরিবারের নামে বিভিন্ন কোম্পানির শেয়ারের মালিকানার তথ্য পাওয়া গেছে। এজন্য সংশ্লিষ্ট শেয়ার থেকে প্রাপ্ত মুনাফা আটকানো প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
জমি ক্রোকের আবেদনে জানানো হয়, সাবেক ভূমিমন্ত্রী ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিকানাধীন স্থাবর সম্পত্তিগুলো অন্যত্র হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। এটি সম্ভব হলে তদন্ত শেষে মামলা দায়ের, আদালতে চার্জশিট জমা, বিচার কার্যক্রম ও দোষী প্রমাণিত হলে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া ব্যাহত হবে। এ অবস্থায়, অভিযোগ নিষ্পত্তির আগেই এসব সম্পত্তি হস্তান্তর বা হাতছাড়া হওয়ার ঝুঁকি থাকায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ধারা ১৪ অনুযায়ী সম্পত্তি ক্রোক করা জরুরি হয়ে পড়েছে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta