বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়িয়ে নতুন সংগঠনের ঘোষণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু সংগঠক জানিয়েছেন, দুই দিনব্যাপী জনমত জরিপের মাধ্যমে একটি নতুন ছাত্রসংগঠন গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ও সরাসরি এই জরিপ পরিচালিত হবে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার ও হাসিব আল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
আবু বাকের মজুমদার বলেন, ‘নতুন সংগঠনের নাম ও আনুষ্ঠানিক ঘোষণার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে দুই দিনের জরিপ শেষে এটি ঠিক করা হবে।’
তিনি আরও বলেন, ‘এই সংগঠন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী হবে না, এর মূলনীতিই থাকবে `স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট`।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, ‘নতুন ছাত্রসংগঠন নিয়ে আমাদের কাছে এখনো বিস্তারিত কিছু জানানোর নেই।’
আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে নতুন ছাত্ররাজনীতি প্রয়োজন, তাই আমরা নিরপেক্ষ ছাত্ররাজনীতির পক্ষে।’ যারা নতুন সংগঠনের সঙ্গে যুক্ত হবেন, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়াবেন।’
তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি চাপ সৃষ্টিকারী গ্রুপ হিসেবে তার কার্যক্রম চালিয়ে যাবে এবং জুলাই আন্দোলনের আদর্শ সামনে রেখে এগিয়ে যাবে।’
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta