নতুন জীবনের জন্য দোয়া প্রার্থনা করলেন সারজিস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিয়ের পিঁড়িতে বসেছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টায় বিয়ের একদিন পর সারজিস তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। আল্লাহ অবশ্যই সেরা পরিকল্পনাকারী। গতকাল (শুক্রবার) আমি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। দুই পরিবারের উপস্থিতিতে মসজিদে বাদ আসর ছোট পরিসরে এ বিবাহ সম্পন্ন হয়। যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দোয়া করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।'
তিনি আরও লেখেন, 'পারিবারিকভাবে ছোট পরিসরে অনুষ্ঠান হওয়ায় কাছের অনেক বন্ধু ও শুভাকাঙ্ক্ষীকে জানানো সম্ভব হয়নি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে ভবিষ্যতে বড় পরিসরে সবাইকে একত্রে মিলিত হওয়ার সুযোগ তৈরি করার ইচ্ছা আছে। আমাদের জন্য দোয়া করবেন।'
এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) আসরের নামাজের পর গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে একটি ছোট পরিসরে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা
প্রকাশিত: | By Symul Kabir Pranta