আগে সুন্দরভাবে বাঁচতে চাই, তারপর হাজারো প্রশ্নের উত্তর দেব
আজ কোনো এক কারণে নিজের সাথে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করলো। নিজের মধ্যে কিছু আলোচনা হলো। নিজেকে কঠিন প্রশ্ন করলাম, যেমন-
১। পরী, আপনি কি এমন কিছু কাজ করেছেন যা সাধারণ মানুষের মধ্যে এত আলোচিত হয়েছে? অথবা গণমাধ্যমে আপনাকে নিয়ে এত আলোচনা কেন?
২। আপনার কাজের চেয়ে কেন লোকে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা করতে পছন্দ করে?
৩। আপনার আগের সময়ের অভিনেত্রীদের মতো, যেমন- শাবানা, ববিতা, কবরী, রজিনা- কি তারা এতটা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতেন?
৪। ......নিজেকে থামিয়ে দিলাম, কারণ জীবনের নানা প্রশ্নের উত্তর কখনও কখনও নিজের শান্তি ও শান্তিপূর্ণ জীবন যাপন থেকে আরও গুরুত্বপূর্ণ।
আমার একমাত্র অনুরোধ, এখন আমাকে একটু নির্ঝঞ্ঝাটভাবে বাঁচতে দিন। দয়া করে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর কোনো আলোচনা করবেন না। আল্লাহর ওয়াস্তে, আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় প্রাধান্য এখন শান্তিপূর্ণ জীবন যাপন।
বিশ্বাস করেন, আমার ব্যক্তিগত সুখ এবং সুস্থ জীবন যাপনই আমার ক্যারিয়ার বা সাফল্যের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আমি চাই আমার বাচ্চাদের একটি সুন্দর জীবন দিতে। আমি তাদের মা হিসেবে সাধ্যমত সবকিছু দিতে চাই, যেমন সব মায়েরা চায়।
গত কয়েক মাসে আমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছি। কেন বা কী কারণে, তা বিস্তারিত বলার দরকার মনে করি না।
আমি একজন নায়িকা, একজন নারী হলেও, প্রথমত আমি একজন মানুষ। আমি পৃথিবীজুড়ে সকল মানুষের কাছে প্রার্থনা করছি, হে মানুষ, হে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, একটু করুণা করুন। আমি চাই, আগে ভালোভাবে বাঁচতে পারি, তারপর হাজারো প্রশ্নের উত্তর দেব।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
প্রকাশিত: | By Symul Kabir Pranta