২০২৪ সালে ডেঙ্গুর কারণে মৃত্যু ৫৭৫ জনের
২০২৪ সালে ডেঙ্গু ৫৭৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে। বছরের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। তাদের মধ্যে ১ লাখ ৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে, গত জানুয়ারিতে ১৬ জন, ফেব্রুয়ারিতে ৫ জন, মার্চে ৬ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ১২ জন, জুনে ৮ জন, জুলাইয়ে ১৪ জন, আগস্টে ৩০ জন, সেপ্টেম্বর ৮৭ জন, অক্টোবরে ১৩৫ জন, নভেম্বরে ১৭৩ জন এবং ডিসেম্বরে ৮৭ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়—২৩৯ জন। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১০৪ জনের মৃত্যু হয়েছে।
আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, বিক্ষিপ্তভাবে কিছু কিটনাশক ছিটানো ছাড়া কোনো সংগঠিত কাজ নেই। কীটতত্ত্ববিদদের দিয়ে দল গঠন করে মশার প্রজননস্থল খোঁজা হচ্ছে না, মশার লার্ভা ধ্বংসও করা হচ্ছে না। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এম এইচ চৌধুরী বলেন, ডেঙ্গুর প্রকোপ কমানোর জন্য কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। মশা মারা হচ্ছে না, ডেঙ্গুর ভাইরাস নিয়ে গবেষণাও করা হচ্ছে না, এবং মশা মারার কোনো পরিকল্পনাও নেই। তবে জলবায়ু পরিবর্তনও এর জন্য দায়ী। তার আশঙ্কা, কার্যকর পদক্ষেপ না নেয়ায় ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ বেড়ে যেতে পারে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
প্রকাশিত: | By Symul Kabir Pranta