ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে সারা দেশে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬৪ জনে। এছাড়াও, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ জন, বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, ময়মনসিংহ বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) চার জন, রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন এবং রংপুর বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ২৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে এ বছর মোট ৯৮ হাজার ৮৪০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ বছরের ২৩ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৬৬ জনে, যাদের মধ্যে ৬৩.১ শতাংশ পুরুষ এবং ৩৬.৯ শতাংশ নারী।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, ডেঙ্গুতে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta