ডেঙ্গুতে মৃত্যুর তালিকায় আরও দুইজন যোগ হলো
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৩ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৫ জন।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সম্পর্কিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত একদিনে বরিশাল ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন মারা গেছেন। বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বাধিক ৩৫ জন রোগী। এ সময় ঢাকা বিভাগে ৩২ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া, ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ২৩ জন, খুলনা বিভাগে ২২ জন, দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ২১ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে তিনজন এবং রংপুর বিভাগে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৬৩ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৯৪ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ডিএসসিসি এলাকায়, যেখানে মোট ২৩৫ জন প্রাণ হারিয়েছেন।
এ বছর ডিএনসিসিতে ডেঙ্গুতে মারা গেছেন ১০৩ জন। এছাড়া বরিশাল বিভাগে ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ঢাকা বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে আটজন এবং রংপুর বিভাগে তিনজন মারা গেছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন একজন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে এক লাখ ১৯৪ জনে।
বিডি প্রতিদিন/কেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta