গাজা মার্চে অংশ না নেওয়ায় হামলা-ভাঙচুর, আটক ৪৫
আদমজী ইপিজেডের ভিতরে "মার্চ ফর গাজা" কর্মসূচিতে অংশ না নেওয়ায় দুটি পোশাক কারখানার শ্রমিকদের এবং বহিরাগত দুর্বৃত্তদের মধ্যে সংঘর্ষ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ইউনুস্কো বিডি লিমিটেড গার্মেন্টস ও অনন্ত হুয়াশিং গার্মেন্টস কারখানার কাঁচ ভাঙচুর করা হয়।
শুক্রবার (১২ এপ্রিল) রাতে শিল্পাঞ্চল পুলিশ-৪’র নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনাটি ঘটেছিল শনিবার বিকেল ৫টা নাগাদ। এই ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন।
শিল্পাঞ্চল পুলিশ-৪’র নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, বিকেল ৫টার দিকে প্রায় ৩০০-৪০০ বহিরাগত শ্রমিক ইপিজেডে ঢুকে ইপিজেডের শ্রমিকদের নিয়ে গাজার পক্ষে প্রতিবাদ মিছিল করতে চায়। এরপরেই ইউনুস্কো বিডি লিমিটেড গার্মেন্টস ও অনন্ত হুয়াশিং গার্মেন্টস কারখানার শ্রমিকদের সাথে সংঘর্ষ ঘটে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় সেনাবাহিনী ৪৫ জনকে আটক করে পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের মতে, ঘটনাটির পেছনে অন্য কোন ষড়যন্ত্রের হাত থাকতে পারে।
তিনি আরও বলেন, ফিলিস্তিনের বিষয়টি একটি নিরপেক্ষ ইস্যু, এই মিছিলে বিভিন্ন দলের সদস্যরা অংশ নেন। পুলিশ তদন্ত করবে, কেউ যদি ষড়যন্ত্রের অংশ হয়ে এটি ঘটিয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta