টাঙ্গাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই
টাঙ্গাইলের সখীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে, যার ফলে ব্যবসায়ীদের দোকান ও মালামাল ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার (১৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার কচুয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কচুয়া বাজারের মামা-ভাগ্নে ইলেকট্রনিক্সের দোকানের উপরে ধোঁয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় এনামুল হকের ইলেকট্রনিক্স দোকান, আবুল ও হামেদ আলীর মনোহারী দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এসময় মামা-ভাগ্নে ইলেকট্রনিক্সের মালিক এনামুল হক জানান, দুপুরে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাওয়ার পর মোবাইলে জানতে পারেন দোকানে আগুন লেগেছে। দোকানে এসে দেখেন আগুন জ্বলছে। তিনি জানান, এই দোকানটি তার সারা জীবনের উপার্জন দিয়ে তৈরি করেছিলেন। আগুনে দোকানটির অন্তত ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কচুয়া বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীম জানান, তিনটি দোকানে এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। এনামুল হকের দোকানটি তালাবদ্ধ থাকায় কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
সখীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাসান নূর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে তিনটি দোকানে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এছাড়া প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta