নাচ, গান ও কবিতার তালে বর্ষবরণ উদযাপন চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদের
চুয়াডাঙ্গায় নাচ, গান ও কবিতার ছন্দে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৬টায় চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ে মুকুল ফৌজ, আবৃত্তি পর্ষদ ও ঝিনুক বিদ্যাপিঠের যৌথ আয়োজনে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। ভোর ৬টায় শুরু হয় শিশুদের নৃত্য, সংগীত ও কবিতা পাঠ। মনোয়ারা খুশির সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়। সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠান শেষ হলে আগতদের মুড়ি ও মিষ্টিমুখ করানো হয়।
উপস্থিত শিশুদের পরিবেশনায় মুগ্ধতা ছড়ায় নাচ, গান এবং কবিতার মধ্য দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান বলেন, নতুন বছর যেন আমাদের জীবনে আলোর বার্তা নিয়ে আসে, সেই কামনায় এই দিনের সূচনা হচ্ছে। আজ সকালের এই আয়োজনে আমরা নতুন সময়কে স্বাগত জানাচ্ছি।
এই আয়োজন ছাড়াও চুয়াডাঙ্গার নানা সংগঠন শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে নতুন বছরকে বরণ করে নেবে। জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনের বৈশাখী মেলা, যা সরকারি কলেজের পাশে মুক্তমঞ্চে বুধবার পর্যন্ত চলবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta