বসুন্ধরা সিটি শপিং মলে পহেলা বৈশাখের মেলা
বছর ঘুরে আবার এসেছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এই উৎসব হচ্ছে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও মিলনমেলার এক চমৎকার প্রতিফলন। ঐতিহ্যবাহী এই উৎসবকে আরও রঙিন করে তুলতে বসুন্ধরা সিটি শপিং মল আয়োজন করেছে বৈশাখি উৎসব ও মেলা।
রবিবার (১৩ এপ্রিল) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের বিসিডিএলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারাও। এই বৈশাখি আয়োজন চলবে ১৩ এপ্রিল থেকে ২১ এপ্রিল ২০২৫ পর্যন্ত।
মেলায় উপভোগ করা যাবে বায়োস্কোপ, হাওয়াই মিঠাই, চুড়ির দোকান, ফুলের স্টল, দেশি ও বিদেশি ফ্যাশন ব্র্যান্ড যেমন বিটু, ইনফিনিটি মেগা মল, শিশুদের জন্য পরিবহণ, লাইভ শপিং, ভোগ বাই প্রিন্স এবং স্প্লাশ I
এছাড়াও এবারই প্রথম বৈশাখি ঐতিহ্যের সঙ্গে মানানসই নানা দেশীয় খাবারের বিশেষ আয়োজন রাখা হয়েছে। লেভেল-৮ এর চড়ুই ভাতির আড্ডায় পাওয়া যাবে পান্তা ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ খিচুড়ি, রূপচাঁদা ফ্রাই, বগুড়ার দই, নানান ভর্তা, ডাবের পুডিং, নানা ধরনের পিঠা যেমন পাঠিয়ে সাপটা, নলডা, মালমোয়া, নিমকি, গুড় ও চিনির মুড়ালি, কদমা/তিলা, চিনির তৈরি হাতি-ঘোড়া, মুড়ির মোয়া, নাড়ু, জুস, কুষ্টিয়ার কুলফি, হাওয়াই মিঠাই এবং ঢোল-ঢুলির ছন্দে ক্লাসিক্যাল ফ্ল্যাশ মব।
শপিং, থিম পার্কে আনন্দ কিংবা সিনেমা দেখার পাশাপাশি বৈশাখি উৎসবের এই আয়োজন মিলে তৈরি করবে এক অনন্য অভিজ্ঞতা, যেখানে আধুনিকতা আর বাঙালি ঐতিহ্য একসূত্রে মিলিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রকাশিত: | By Symul Kabir Pranta