ধোনি আবার চেন্নাইয়ের অধিনায়কের দায়িত্বে
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে আবারও মাঠে নামতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। দলের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং নিশ্চিত করেছেন, ইনজুরির কারণে ওপেনার ও বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। কনুইয়ের চোট এতটাই গুরুতর যে তিনি আর খেলতে পারছেন না, ফলে দলের নেতৃত্ব আবার ধোনির কাঁধেই উঠছে।
৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে গিয়ে রুতুরাজ জফরা আর্চারের বল কনুইয়ে লাগায় চোট পান। শুরুতে বিষয়টিকে বড় কিছু মনে না করলেও ধীরে ধীরে সমস্যা বাড়ে এবং অবশেষে তাকে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়। এরপর দল আবার নেতৃত্বের দায়িত্ব তুলে দেয় ধোনির হাতে।
ধোনি চেন্নাইকে ইতিমধ্যে পাঁচবার আইপিএল শিরোপা এনে দিয়েছেন, তাই তার উপর আস্থা বরাবরই অটুট। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে ঘরের মাঠে চলতি আসরে প্রথমবার অধিনায়ক হিসেবে দেখা যাবে তাঁকে।
গত ম্যাচে ধোনি কিছু রান করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি। এবার নেতৃত্বের ভার ফিরে আসায় তার দায়িত্ব আরও বেড়ে গেল। ৪৩ বছর বয়সেও তিন ফরম্যাটে আইসিসি ট্রফি জেতানো একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে তার নেতৃত্ব এখনও সমান গুরুত্বপূর্ণ—এই বিশ্বাসেই তিনি আবার মাঠে ফিরছেন।
তবে রুতুরাজের হঠাৎ সরে যাওয়া নিয়ে কিছু প্রশ্নও উঠছে। কারণ, তার এই চোটের ঘটনা ঘটেছে প্রায় ১১ দিন আগে। তবুও তিনি দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলেছিলেন। তাহলে প্রশ্ন উঠছে, আসলেই কি চোটের কারণেই তিনি বাদ, নাকি সাম্প্রতিক পারফরম্যান্সের খারাপ ফলেই এমন সিদ্ধান্ত?
২০১৮ সালের পর ধোনি ২০২২ সালে অধিনায়কত্ব ছেড়ে দেন এবং সেই দায়িত্ব নেন রবীন্দ্র জাদেজা। কিন্তু মাঝ মরসুমে দলের বাজে পারফরম্যান্সের কারণে ধোনিকে আবার দায়িত্ব নিতে হয়। যদিও সেই সময় জানানো হয়েছিল, জাদেজা নিজেই অধিনায়কত্ব ছেড়েছেন যেন নিজের খেলায় মন দিতে পারেন। এরপর তিনি চোট পেয়ে পুরো টুর্নামেন্টও খেলতে পারেননি।
বিডিপ্রতিদিন/কবিরুল
প্রকাশিত: | By Symul Kabir Pranta