ফুটবলে ছেলেদের মধ্যে কে সেরা, মেসির মন্তব্য
আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির ছেলেরা এখন নিয়মিতভাবে ফুটবলের সঙ্গে জড়িয়ে পড়েছে। ম্যাচের পর বল নিয়ে খেলা হোক বা অনুশীলনের সময়, প্রায়শই তাদের মাঠে দেখা যায়। ফুটবল নিয়ে তাদের উৎসাহের নানা ভিডিও সামনে এসেছে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে।
মেসির তিন পুত্র থিয়াগো, মাতেও ও সিরো—এই তিনজনের মধ্যে কে সবচেয়ে ভালো খেলোয়াড়, কিংবা কে ফুটবলটা সবচেয়ে ভালো বোঝে, তা নিয়ে মুখ খুলেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
‘সিম্পলি ফুটবল’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘তারা সারাদিন বল নিয়েই ব্যস্ত থাকে। আমি তাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। তারা প্রতিদিন প্র্যাকটিস করে, খেলায় অংশ নেয় এবং নিজেদের উন্নত করতে চেষ্টা করে। এটা একদম স্বাভাবিক। তারা খুব সরল মনের। আমি যদি এখন একজনের নাম নেই, তাহলে অন্যরা অভিমান করবে। তাই নাম বলা থেকে বিরত থাকছি। তবে তারা প্রত্যেকে আলাদা বৈশিষ্ট্যের।’
তাদের বয়স এবং চরিত্র অনুযায়ী খেলার ধরণও আলাদা—এই বিষয়টি তুলে ধরে মেসি জানান, বড় ছেলে থিয়াগো (১২) অনেক পরিণত ও গোছানো, মাঝমাঠের খেলোয়াড় ধরনের। এরপর আসে মাতেও (৯)-এর প্রসঙ্গ, ‘সে আক্রমণভাগের খেলোয়াড়, গোল করতে ভালোবাসে, সবসময় সামনে থাকতে চায়। ওর মধ্যে ফুটবল বোঝার ক্ষমতা আছে।’ আর ছোট ছেলে সিরো (৭)? ‘সে সবচেয়ে চঞ্চল, লড়াকু মানসিকতার, একে একে ডুয়েল পছন্দ করে এবং নিজের খেলা নিজেই তৈরি করে।’
তিন ছেলের ফুটবলের প্রতি আগ্রহের কথা জানিয়ে মেসি বলেন, ‘তারা চারপাশের সবকিছু নজরে রাখে। এমবাপ্পে, ভিনিসিয়ুস, হলান্ড, লেভানডফস্কি, লামিন—সবচেয়ে তারা পরিচিত। কারও অনুকরণ করতে চায় না, তবে তারা সবার খোঁজ রাখে।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta