বাংলাদেশের সামনে জর্ডান ও ইন্দোনেশিয়া
বাংলাদেশ নারী ফুটবল দল মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়া কাপ বাছাই পর্বে অংশ নেওয়ার আগে জর্ডান ও ইন্দোনেশিয়ার সঙ্গে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মে মাসের শেষে এই ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছে। জর্ডানে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ত্রিদেশীয় সিরিজের ব্যাপারে নিশ্চিত করেছেন। প্রথম ম্যাচ হবে ৩১ মে, দ্বিতীয়টি ৩ জুন। দল ২৭ মে জর্ডানের উদ্দেশে রওনা দেবে। এই ম্যাচ দুটি দুটি শক্তিশালী দলের বিপক্ষে খেলে বাংলাদেশ কোচ পিটার বাটলারের জন্য এশিয়ান বাছাই পর্বের দল সাজাতে সুবিধা পাবেন, এমনটি জানান কিরণ। বাফুফে নারী উইংয়ের প্রধান বলেন, ‘ফিফা র্যাঙ্কিংয়ে জর্ডান ৭৪তম এবং ইন্দোনেশিয়া ৯৪তম, আমরা (বাংলাদেশ, ১৩৩তম) তাদের তুলনায় অনেক পিছিয়ে। আমাদের লক্ষ্য ছিল, এশিয়ান কাপ বাছাইয়ের আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলে দলের দুর্বলতা চিহ্নিত করা এবং কোচকে দল গঠন করতে সহায়তা করা।’ ২৬ জুন বাহরাইনকে মোকাবেলা করে এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ মিয়ানমার ও তুর্কমেনিস্তান।
প্রকাশিত: | By Symul Kabir Pranta